ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান, দুটি স্বর্ণের বার উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৭:৫১ এএম
ছবি- সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে অভিযান চালিয়ে দু’টি স্বর্ণের বার উদ্ধার করেছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর বিওপির একটি টহল দল কাদাবাগান এলাকায় একটি মোটরসাইকেল থামাতে গেলে চালক পালিয়ে যায়।

পরে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ২৩২ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৫৬ হাজার টাকা।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।