ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

কক্সবাজারে অভিযান চালিয়ে টাকা ও ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ১২:১৫ পিএম
উদ্ধারকৃত টাকা। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার টেকনাফের সাবরাং মন্ডল পাড়ার মৃত ফজল হকের ছেলে (বর্তমান সিকদার পাড়া) জুবাইরের বাড়িতে অভিযানে নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৯ হাজার ইয়াবা ও ইয়াবা ব‍্যবসার সরঞ্জাম সহ জুবাইরের স্ত্রী ফায়জা ও পাচার কাজের সহযোগি টেকনাফ সদর মৌলবী পাড়ার আবুল কালামের ছেলে আয়ুব আলীকে আটক করেছে বিজিবি।

দুইজনকে ধরা সম্ভব হলেও মুল আসামি ইয়াবার মুল মালিক জুবাইর কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সাবরাং সিকদার পাড়ার টানা ব্রীজের পশ্চিমে জুবাইরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব‍্যাটালিয়ান ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

অভিযান শেষে বিজিবি জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জুবাইরের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালালে বাড়ির ভেতরে অভিনব কায়দায় হক বক্সের ভিতরে লুকিয়ে রাখা ইয়াবা দেখতে পায় এবং স্ত্রী ফায়জার বেড রুমের ড্রয়ার থেকে ১০ লাখ টাকাসহ ইয়াবা ব‍্যবসার কাজে ব‍্যবহ্নত বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিজিবি।