কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী বাস, ইজিবাইক, রডবোঝাই ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, হতাহতদের বাড়ি উপজেলার খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খিলা বাজারের দক্ষিণে একটি রডবোঝাই ট্রাক হঠাৎ ইউটার্ন নিচ্ছিল। সেখানে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘হিমাচল’ নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দ্রুত পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে। নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ বিষয়ে বারবার চেষ্টা করেও প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন