আপন চাচাতো ভাইয়ের হাতেই নির্মম ভাবে হত্যার শিকার হয় ৬ বছরের শিশু আদিবা জাহান মিম। খুনের পর হত্যাকারী নিজেই খোঁজাখুজি করে আদিবাকে, লাশ উদ্ধারের পর অংশ নেয় জানাযা ও দাফনে, খুনির গ্রেপ্তারের দাবিতে করেছে মানববন্ধনও।
না এটা কোন সিনেমার গল্প কাহিনি নয়, এমনটাই ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামে।
আবু হানিফ মিয়ার ৬ বছরের শিশু আদিবা জাহান মিমকে হত্যার লাশ গুম করে এভাবেই অভিনয় করে যাচ্ছিল তার কলেজ পড়ুয়া ভাতিজা ইয়াসিন।
তথ্য প্রযুক্তির সহায়তায় খুনিকে শনাক্তের পর মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বুধবার দুপুরে আসামি আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।
আটক ইয়াসিন সিমানারপাড় গ্রামের হারুন মিয়ার ছেলে এবং আবু হানিফ মিয়ার আপন ভাতিজা।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান জানান, একটি ফোন কলের সুত্রধরে আমরা কাজ শুরু করি। তদন্তে আমরা আদিবার চাচাতো ভাই ইয়াসিনকে শনাক্ত করে তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে সে আদিবাকে হত্যার কথা স্বীকার করে।
কিভাবে হত্যা করেছে এবং সাথে আর কেউ জড়িত আছে কি না এটা জানার জন্য আমরা আদালতে আসামি ১০ দিনের রিমান্ড আবেদন করেছি। রিমান্ড আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সিমানারপাড় গ্রামের আবু হানিফের ৬ বছরের শিশু কন্যা গত ২৪ অক্টোবর শুক্রবার নিখোঁজ হয়।
নিখোঁজের ৭দিন পর ৩০ অক্টোবর পাশের বাড়ির একটি পুকুর থেকে গলায় ও হাতে রশি বাধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনায় আদিবার বাবা আবু হানিফ বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন