কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল জব্বার লালমনিহাটের সদর উপজেলার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে। আহতদের নাম এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে টাইলস বোঝাই একটি পিকআপ পশ্চিম দিকে ধোড়করা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা গামী মহাসড়ক ক্রস করছিল। ওই সময় কক্সবাজার থেকে আসা একে ট্রাভেলস নামের স্লিপার বাস দ্রুতগতিতে এসে পিকআপে ধাক্কা দেয়।
এতে স্লিপার বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের ওপরে বসে থাকা জব্বার নিহত হন। বাসের ১৪ যাত্রী আহত হন।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন