ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ১৫ কারখানা ছুটি

সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৩:১১ পিএম
সাভরের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ছবি- রূপালী বাংলাদেশ

সাভরের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তাজনিত কারণে পার্শ্ববর্তী অন্তত ১৫টি কারখানার কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নাসা গ্রুপের ‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার সামনে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেন। 

এর ফলে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

শ্রমিকরা জানান, ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত নাসা গ্রুপ বকেয়া বেতন পরিশোধের আগ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল। তবে ১৪ আগস্টও বকেয়া বেতন না দিয়ে ৪ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

নোটিশে বলা হয়েছে, ‘আজ ১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত কারখানার সব বিভাগ সাধারণ ছুটিতে থাকবে। ১৯ আগস্ট মঙ্গলবার থেকে সব বিভাগ পুনরায় খোলা হবে।’

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভ ও নিরাপত্তাজনিত কারণে ১৫টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।’