ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

সিলেটে বিজিবির হাতে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিষ আটক

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৩:২৬ পিএম
বিজিবির হাতে জব্দ ভারতীয় গরু। ছবি - সংগৃহীত

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু ও মহিষের চালান জব্দ করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে মোট ২৩৭টি গরু ও ৪২টি মহিষসহ ২৭৯টি ভারতীয় গবাদিপশু জব্দ করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচোকী এলাকায় বিছনাকান্দি বিওপি ও ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহলদল যৌথভাবে অভিযান চালায়। সেখানে ২৩৭টি ভারতীয় গরু জব্দ করা হয়। অপরদিকে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় লাফার্জ বিওপির টহলদল দুটি পৃথক অভিযানে ৪২টি ভারতীয় মহিষ জব্দ করে।

জব্দকৃত গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ অবৈধ গবাদিপশু জব্দ করা সম্ভব হয়েছে।