ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

‘একা দাঁড়ালেও সহজে পাস করতাম’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:৫৩ পিএম
তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

দেশের ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার ঢাকার ক্রিকেট থেকে ৩৮টি ক্লাব সরে যাওয়ার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজির ছিলেন তামিম। সেখানেই তিনি নির্বাচন প্রসঙ্গে কথা বলেন।

তামিম বলেন, ‘আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম, আমি স্বতন্ত্র হিসেবেও যদি দাঁড়াতাম আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোনো টিম আছে, তারপরও আমি সহজে পাস করতাম।’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আপনি কি মনে করেন ১৫ ক্লাব থাকুক আর না থাকুক আমার জন্য কেউ ভোট করত না? আমার জন্য (নির্বাচনের) বাস ধরা না ধরা কোনো অপশন ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি ফেয়ার ইলেকশন হওয়া।’

তামিম নির্বাচন থেকে বেরিয়ে আসা ও ঢাকার ক্রিকেট থেকে সরে যাওয়া ক্লাব সংগঠকদের প্রতিও একটা আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে যেন কোনো কারণেই নিজেদের অবস্থান বদলে না ফেলেন তাদের কেউ, সেই আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিসিবি নির্বাচনে তামিম ইকবাল নাম লিখিয়েছিলেন। তবে নির্বাচনের ঠিক আগেই তিনি নিজেকে প্রত্যাহার করে নেন।