গ্রিসে ম্যাচ শুরু হতেই রিয়াল মাদ্রিদকে চমকে দেয় অলিম্পিয়াকোস। তবে আলো কেড়ে নেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে হ্যাটট্রিকসহ চার গোল করে ফরাসি তারকার নৈপুণ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর দল।
বুধবার রাতে কারাইসকাকিস স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই পর্তুগিজ ফরোয়ার্ড চিকুইনহোর গোলে পিছিয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। তবে দ্রুতই ম্যাচে ফেরে রিয়াল। ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বলে ২২ মিনিটে গোল করে সমতা ফেরান এমবাপ্পে।
এরপর মাত্র সাত মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে দলকে এগিয়ে নেন সাবেক পিএসজি ও মোনাকো তারকা। ২৪ মিনিটে রিয়ালের প্রথম লিড এনে দেওয়া এমবাপ্পে ২৯ মিনিটে আর্দা গুলেরের পাস কাজে লাগিয়ে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে স্বাগতিক অলিম্পিয়াকোস ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে আবারও ভিনিসিয়াসের সহায়তায় ৬০ মিনিটে নিজের চতুর্থ গোলটি করে রিয়ালকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোর পর চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে চার গোল করার বিরল কীর্তি গড়েন তিনি।
ম্যাচটি এরপর বড় ব্যবধানে জয়ের দিকে গড়াবে মনে হলেও দারুণ চাপ সৃষ্টি করে গ্রিক ক্লাবটি। একের পর এক আক্রমণে ৮২ মিনিটে ব্যবধান ৪-৩ করে ফেলে অলিম্পিয়াকোস। তবে শেষ পর্যন্ত সমতাসূচক গোল আর আদায় করতে পারেনি তারা।
এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠেছে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ।


