ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

একযোগে ১৫৮ ইউএনওকে বদলি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১১:২৯ এএম
ছবি- সংগৃহীত

দেশের আটটি বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন। নির্ধারিত সময়ে যোগদান না করলে ওই কর্মকর্তা ৩০ নভেম্বর থেকেই স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

এতে আরও বলা হয়েছে, বদলিকৃত ইউএনওদের কেউ ইতোমধ্যে অন্য দপ্তরে যোগদান করে থাকলে, সেই কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয় সরকার। তারও আগে দুপুরে একযোগে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পরিবর্তন করা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনে চলমান এ ব্যাপক রদবদল আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।