ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

হাঙ্গরের আক্রমণে সমুদ্র তীরে তরুণীর মৃত্যু, আহত তরুণ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:০৯ পিএম
সৈকতের ছবি। - সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রত্যন্ত সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে এক তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সিডনি থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে ক্রাউডি বে ন্যাশনাল পার্কের কাইলিস সৈকতে।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর বয়স আনুমানিক বিশ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই যুবকের বয়সও বিশের কোঠায় বলে ধারণা করা হচ্ছে। তিনিও গুরুতর আহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে বিমানযোগে নিউক্যাসলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে এই হামলার খবর পেয়ে প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছান। কর্তৃপক্ষ এক প্রত্যক্ষদর্শীর সাহসিকতার প্রশংসা করেছেন, যিনি প্যারামেডিকস আসার আগে আহত যুবকের পায়ে একটি অস্থায়ী টর্নিকেট বেঁধে দেন। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সুপারিনটেনডেন্ট জশ স্মিথ সাংবাদিকদের বলেন, এই কাজ সম্ভাব্যভাবে তার জীবন বাঁচিয়েছে।

ঘটনার পর সৈকতটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ জড়িত হাঙরের প্রজাতি নির্ধারণের জন্য ডিপার্টমেন্ট অফ প্রাইমারি ইন্ডাস্ট্রিজের বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করছে। হাঙরগুলিকে চিহ্নিত করে ট্যাগ করার জন্য স্মার্ট ড্রামলাইনও স্থাপন করা হচ্ছে। সার্ফ লাইফ সেভিং নিউ সাউথ ওয়েলস জানিয়েছে, ড্রোন দিয়ে এলাকা নজরদারি করার সময় পার্শ্ববর্তী সৈকতগুলিও ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

সার্ফ লাইফ সেভিং নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী স্টিভ পিয়ার্স এই ঘটনাকে একটি ভয়াবহ ট্র্যাজেডি বলে বর্ণনা করেছেন এবং নিহত নারী ও আহত পুরুষের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি সকলকে ওই এলাকার সৈকতগুলির জল থেকে দূরে থাকতে এবং লাইফগার্ডদের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

চলতি বছরে অস্ট্রেলিয়ায় এটি পঞ্চম মারাত্মক হাঙরের আক্রমণ। এর আগে মাত্র তিন মাস আগে সিডনির উত্তরাঞ্চলীয় সৈকতে এক বিরল হাঙরের আক্রমণে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন।