ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আবারও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:৪৮ পিএম
ফের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন । ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে ফের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে অংশ নেন চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

ইসি সূত্র জানিয়েছে, ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী কতদিন মাঠে থাকবে এবং প্রতিটি কেন্দ্রে কতজন সদস্য দায়িত্বে থাকবে তা আজকের বৈঠকে চূড়ান্ত হতে পারে।

এর আগে ২০ অক্টোবর প্রাক-প্রস্তুতিমূলক বৈঠকে ভোটের নিরাপত্তা ও সার্বিক বিষয় আলোচনা হয়েছিল। তৎকালীন প্রস্তাবে ভোটের আগে ও পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয় এসেছে।

ধারণা করা হচ্ছে, এবার প্রতিটি ভোটকেন্দ্রে ১৩-১৮ জন নিরাপত্তাকর্মী থাকবে।

জানা গেছে, এবার আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখের বেশি সদস্য ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে সাড়ে ৫ লাখের মতো। সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। এ ছাড়া পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড রয়েছে।