ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

দেশজুড়ে প্রশংসায় ভাসছে রূপালী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৯:০৮ পিএম
গাজীপুরে রূপালী বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে কেক কাটা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক রূপালী বাংলাদেশ নবযাত্রার এক বছর শেষ করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর বনানীতে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান শুরু হয়। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে চলে উদযাপন। এ ছাড়া দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বর্ষপূর্তি পালিত হয়।

প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

গাজীপুর

গাজীপুর প্রেসক্লাবে সকাল ১১টায় কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন শুরু হয়। এতে প্রধান অতিথি গাজীপুর উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল মাননান রূপালী বাংলাদেশকে তথ্যবহুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে অবিচল থাকার আহ্বান জানান।

মুন্সীগঞ্জ

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাকক্ষে বেলা ১২টার দিকে সরকারি হরগঙ্গা কলেজ ও মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনায় বক্তারা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

চট্টগ্রাম

রূপালী বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো অফিসে বুধবার সন্ধ্যায় কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি কেক কাটেন।

অতিথিরা বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রূপালী বাংলাদেশ এরই মধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। একই সঙ্গে তারা রূপালী বাংলাদেশের প্রশংসা করেন।

চট্টগ্রামে রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

রাঙামাটি

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে বুধবার সকালে রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য হাবিব আজম এবং অতিথি ছিলেন মিনহাস মুরশিদী।

বক্তারা বলেন, গত এক বছরে রূপালী বাংলাদেশ জেলার গুরুত্বপূর্ণ সংবাদ নিরপেক্ষভাবে পরিবেশন করেছে। জেলা প্রতিনিধি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও তারা উল্লেখ করেন।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রেসক্লাবে সকাল ১১টায় আলোচনা সভার মাধ্যমে প্রথম বর্ষপূর্তি পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন।

শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা হলরুমে দুপুর ১টায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি তানভীর ইসলাম কাওছার এবং সঞ্চালনায় ছিলেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম।

আলোচনায় বক্তারা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন এবং পত্রিকাটির সংবাদের প্রশংসা করেন।

এ ছাড়া রাজশাহী, বরগুনা, সাতক্ষীরা, নওগাঁ, গোপালগঞ্জ, কুমিল্লার লাকসাম, পঞ্চগড়সহ বিভিন্ন জেলা ও উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।