চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) আসরের নামাজের পর কুমিরা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী-আকবরশাহ আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মো. সালাউদ্দিনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়া বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাতের জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি কাজী মো. সালাউদ্দিন বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার দ্রুত আরোগ্যের জন্য পুরো জাতি দোয়া করছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দলের মনোবল আরও শক্ত করতে এ ধরনের আধ্যাত্মিক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজা উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. শামসুল আলম আজাদ, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম. শামসুদ্দোহা, ইদ্রিস মিয়া মনির, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


