ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

খেলাফত মজলিস প্রার্থীর তোরণে আগুন: প্রতিবাদে ৮ দলের সম্মেলন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:৫৯ পিএম
ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা- সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতিকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এবং এর প্রতিবাদে ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপরে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের বাড়ির সংলগ্ন এলাকায় নির্মিত এ তোরণে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জানাজানি হয় এবং অনেক সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় ও প্রার্থীর পক্ষে সংগঠনটির সূত্র জানায়, বেশ কিছুদিন পুর্বে মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থকরা ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গায় একটি তোরণ নির্মাণ করেন। বুধবার রাতে দুর্বৃত্তরা ওই তোরণে আগুন দেয়। এতে তোরণের আংশিক পুড়ে যায়। এ সময় পথচারীরা তোরণে আগুন দেখে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও দেখার পর তা জানাজানি হয়।

এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, যারা তোরণে অগ্নিসংযোগ করেছে তারা কাজটি ভালো করেনি। এগুলো করে ইসলামী অনুসারি দল খেলাফত মজলিসকে দমিয়ে রাখা যাবে না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করার দাবি জানান তিনি।

অগ্নিসংযোগের ঘটনায় ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন সাংবাদিক দের বলেন, অগ্নিসংযোগের খবরটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় রাতেই বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার অফিসে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা নেওয়ার জন্য প্রসাশনের প্রতি বিশেষ অনুরোধ জানান তারা ।