ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফসলি জমির মাটি কাটায় অভিযান, এস্কেভেটর জব্দ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:৩৫ পিএম
মাটি কাটার বিরুদ্ধে অভিযান। ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার মধুখালি এলাকায় ফসলি জমির টপসয়েল রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১১:৩০ থেকে ১:৩০ পর্যন্ত পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর জব্দ করা হয়।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরিবহনের সুযোগ না থাকায় এস্কেভেটরটি তাৎক্ষণিকভাবে অকেজো করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, “ফসলি জমির উর্বরতা নষ্টকারী এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”