ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন আদালত।
আরেক পৃথক মামলায় সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়ম ও সুবিধা গ্রহণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিনটিকে রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন। নির্ধারিত সময় অনুযায়ী আজ রায় দেওয়া হয়।


