বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে সৃষ্ট অনিয়মের অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের ৩৮টি ক্রিকেট ক্লাব, যার মধ্যে ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ছয়টি ক্লাবও রয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্লাবগুলোর প্রতিনিধিরা সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ক্লাবগুলোর পক্ষে নেতৃত্ব দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান, যিনি নির্বাচনী অনিয়মের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, আমরা দেশে অনেক রকমের নির্বাচন দেখেছি... সেসব কিছু ছাপিয়ে গেছে গত ৬ তারিখের নির্বাচন। আপনারা সাংবাদিকরা দেখেছেন কী হয়েছে নির্বাচনে।
তিনি জানান, সামনের ফেডারেশন ক্রিকেট লিগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ, প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন— কোনোটিতেই এই ক্লাবগুলো অংশ নেবে না।
মাসুদুজ্জামান আক্ষেপ করে বলেন, আজ থেকে আমরা বলতে চাই ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান জানান, জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্লাবগুলোর প্রতিনিধিরা নির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বৈধ সভাপতি মানতে অস্বীকার করেন।
মাসুদুজ্জামান বলেন, আলোচনার কিছু নাই। আমরা নির্বাচনটাই মানছি না। উনি (বুলবুল) অবৈধ হয়েছেন। আমাদের হিসেবে তিনি অবৈধ।
সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সংগঠক রফিকুল ইসলাম বাবু এবং আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানসহ অনেকে উপস্থিত ছিলেন।