ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আজ ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:১২ পিএম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের দুরন্ত সাফল্যকে সঙ্গী করে এবার ৫০ ওভারের ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে টাইগাররা।

আজ বুধবার (৮ অক্টোবর) মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশের সময় সন্ধ্যা ৬টায় প্রথম ওয়ানডে খেলতে নামবে।

দীর্ঘদিন পর টি-টোয়েন্টির গণ্ডি পেরিয়ে ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। গত তিন মাস ধরে টানা ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ফিল সিমন্সের শিষ্যদের জন্য এই ফরম্যাট পরিবর্তন এক নতুন চ্যালেঞ্জ।

এই সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের হয়ে সাইফ হাসানের অভিষেক হওয়া প্রায় নিশ্চিত। এশিয়া কাপে নজর কাড়া এই তরুণ এবারই প্রথম ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন।

সব ঠিক থাকলে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধতে দেখা যাবে তাকে। অন্যদিকে, উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করতে হলে এই ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংয়ে উন্নতির জন্য প্রতিটা ম্যাচই মূল্যবান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ (প্রথম ওয়ানডে)

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান