ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী আটক করায় ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:২১ পিএম
ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজা অভিমুখে মানবিক সহায়তা পৌঁছে দিতে ‘ফ্রিডম ফ্লোটিলা’য় যাত্রা করা বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বুধবার (৮ অক্টোবর) আটক হওয়ার কিছুক্ষণ আগেই শহিদুল আলম নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন এবং ভিডিওবার্তা রেকর্ড করেন।

ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।’

ফ্রিডম ফ্লোটিলার বরাতে আল জাজিরা জানায়, হামলার সময় ‘দ্য কনসান্স’ নৌকায় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী ছিলেন, যাদের মধ্যে শহিদুল আলমও ছিলেন। ওই বহরের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। সেখানকার মানুষ খাবার না পেয়ে মারা যাচ্ছে। বিশ্ব সম্প্রদায় ত্রাণ দিতে চাইলেও ইসরায়েলি বাহিনী তাতে ন্যক্কারজনকভাবে বাধা সৃষ্টি করছে। ফ্রিডম ফ্লোটিলা বহরে হামলা চালিয়ে বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমসহ অনেককে আটক করা হয়েছে। আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

অবিলম্বে শহিদুল আলমসহ আটককৃতদের মুক্তি ও ফিলিস্তিনবাসীকে ত্রাণ দেওয়ার জন্য ফ্রিডম ফ্লোটিলা বহরকে নির্বিঘ্নে যাত্রা করতে দেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।