ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৬:০৫ পিএম
দলের বিপর্যয়ে ব্যাট হাতে লড়াই করছে বেথ মুনি। ছবি- সংগৃহীত

নারী বিশ্বকাপের ১৩তম আসরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। টস জিতে এ দিন অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

আজ বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় বিকেল সাড়ে তিনটায়।

টস হেরে অজিদের হয়ে ওপেন করতে মাঠে আসে ফোয়েব লিচফিল্ড ও অ্যালিসা হিলি। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পেয়েও পথ হারায় অজিরা।

দলীয় ৩০ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বসে অস্ট্রেলিয়া। দুই ওপেনারের ধাক্কা সামলে না ওঠতেই আবারও উইকেট হারায় অজিরা।

পরপর উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যখন ৭৬ রান তখন সাজঘরে অস্ট্রেলিয়ার ৭ ব্যাটার। দলীয় ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে যখন চরম ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া, তখন একপাশ আগলে দলকে টেনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে আরেক অভিজ্ঞ ব্যাটার বেথ মুনি।

একপাশ আগলে ফিফটিও তুলে নেয় এই অজি ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২১ রান। ক্রিজে ৭০ বলে ৫ চারে ৬০ রান নিয়ে খেলছে বেথ মুনি এবং ৪ বলে ১২ রানে ব্যাট করছে অ্যালানা কিং।

বল হাতে ৩টি উইকেট নেন নাশ্রা সান্ধু, ২টি উইকেট নেন রামিন শামিম এবং ১টি করে উইকেট নেন দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা।