গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করেছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই চোলাই মদ বানায় এলাকার বেশ কয়েকটি পরিবার। তারা এসব চোলাই মদ, ড্রাম ও পাতিলের মধ্যে রেখে মাটির নিচে দীর্ঘদিন রেখে দেয় ৷ সেগুলো পরে তুলে বিভিন্ন এলাকায় বিক্রি করেন। এসব তথ্যের ভিত্তিতে আজ যৌথবাহিনী একটি বিশেষ অভিযান চালায় ৷
এ ছাড়াও অভিযানে ঠাকুরপাড়ার বিভিন্ন এলাকা, বন বিভাগের বিভিন্ন জঙ্গল ও ঘরের মেঝে খুঁড়ে এসব মদ উদ্ধার করে ৷ উদ্ধারকৃত মদ এলাকাবাসীর সামনে নষ্ট করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।