রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের পাশে থাকা ময়লার স্তূপ কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপদেষ্টা ট্রেনে করে ঢাকা থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশে রওনা দেন।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশে থাকা ময়লার স্তূপের কারণে পথচারীদের নাক চেপে চলতে হয়। কিন্তু আজ উপদেষ্টা আসবেন বলে কাপড় টানিয়ে ঢেকে রাখা হয়েছে। ময়লা পরিষ্কার করে ব্লিচিং পাউডারও ছড়ানো হয়েছে।
পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার ব্যবসায়ী সেলিম মিয়া জানান, রেলের পুকুরে অবাধে ময়লা ফেলা হচ্ছে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। আজ পর্দা দিয়ে ঢেকে রাখা মানে সমস্যার সমাধান নয়, এটা দেখানোর জন্য করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঘোড়াকান্দা পলাশ মোড়ে প্রতিদিন প্রায় ৩০-৪০ টন ময়লা সড়কের পাশেই ফেলা হয়। এতে ভোগান্তিতে পড়ছেন ট্রেনযাত্রী, শিক্ষার্থী ও স্থানীয় মানুষ। পৌরসভার ১২টি ওয়ার্ডের ময়লা ফেলায় রেলের ওই পুকুরের এক-তৃতীয়াংশ ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে।
ভৈরব পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম রোকন বলেন, নির্দিষ্ট ডাম্পিং এলাকা না থাকায় রেলের জায়গাতেই ময়লা ফেলতে হয়। উপদেষ্টা আসবেন জেনে কাপড়ের পর্দা টানানো হয়েছে, যাতে অতিথির চোখে না পড়ে।