এ সময়ের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। মাঝে মধ্যেই জুটি বেঁধে অভিনয় করেন তারা। আবারও একসঙ্গে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় ‘লাভ বার্ডস’ নাটকে সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন।
বুধবার (৮ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে এই জুটির নতুন নাটকটি প্রচার হবে। এরপর Beyond Network ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নাটকটি নিয়ে পরিচালক নাজনীন হাসান খান দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘একটি পবিত্র ভালোবাসায় স্বার্থ বা খারাপ উদ্দেশ্য থাকে না। শৈশবের নিষ্পাপ প্রেম কাহিনি যা পৃথিবীর কদর্যতা থেকে মুক্ত। যেখানে একে অপরের প্রতি শুধু গভীর টান, সম্মান ও ভালোবাসা কাজ করে। ভালোবাসা এমন এক মেলবন্ধন, মৃত্যুও তাদের আলাদা করতে পারে না। এমনই গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ‘লাভ বার্ডস’ নাটকে।’
গল্পে দেখা যায়, আরশ খান বিদেশ থেকে বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বন্ধুর বোন প্রিয়ন্তী উর্বীর সঙ্গে দেখা হতেই সে মনে করে আরশ ডেলিভারি ম্যান। কারণ দীর্ঘদিন পূর্বে সে অনলাইনে কোনো কিছু অর্ডার করেছিল। পরক্ষণে ভুল ভাঙে উর্বীর। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তাদের মধ্যে গড়ে উঠে হৃদ্যতার সম্পর্ক।
এমনই ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘লাভ বার্ডস’ নাটকের প্রেমের কাহিনি।
গল্পের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনোয়ার শাহী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, আহমেদ ইসতাক, শামীম, সেলিম, কেয়া প্রমুখ।