জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলোর মধ্যে গণভোট বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।
সূত্র জানায়, ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখনো ঐকমত্য হয়নি। এ কারণে সনদের কার্যকর উদ্যোগ কিছুটা বিলম্বিত হচ্ছে।
এর আগে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করে কমিশন, যা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চললেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
তবে ৫ অক্টোবরের আলোচনায় গণভোটবিষয়ক প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছায়। আজকের বৈঠকে মূলত গণভোট বাস্তবায়নের পদ্ধতি ও কাঠামো চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কমিশন সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর নিয়ে সনদের পূর্ণাঙ্গ রূপ প্রকাশের লক্ষ্য নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ অন্য সদস্যরা।