আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে আফগানিস্তান।
আজ বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশের সময় খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এদিকে, দীর্ঘদিন পর টি-টোয়েন্টির গণ্ডি পেরিয়ে ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। গত তিন মাস ধরে টানা ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ফিল সিমন্সের শিষ্যদের জন্য এই ফরম্যাট পরিবর্তন এক নতুন চ্যালেঞ্জ।
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ওয়ানডে ম্যাচগুলো যেভাবে খেলেছি, অনেক লম্বা গ্যাপ দিয়ে, ব্যাক টু ব্যাক খুব কমই খেলেছি। এ জন্য এই সমস্যাটা হয়েছে।
অনেকদিন গ্যাপ করে খেলেছি। ব্যাক টু ব্যাক থাকলে খেলার মধ্যে থেকে ভালো করা যায়। কাজটা কঠিন, তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। ওয়ানডে প্লেয়াররা দেশ থেকে প্র্যাকটিস করে এসেছি। আমরা সবাই জানি, এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ। (বিশ্বকাপে) কোয়ালিফাই করাটা অনেক জরুরি, সেরা ৮ দল (সরাসরি) যাবে বিশ্বকাপে।’
এখন পর্যন্ত ১৯টি ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় ১১ এবং বাকি ৮টিতে আফগানরা জিতেছে। নিরপেক্ষ ভেন্যুতেও এগিয়ে টাইগাররা। তাদের ৬ জয়ের বিপরীতে ৩টিতে জিতেছে রশিদ-নবিরা।