রাজধানীর হাতিরঝিলে রেঙ্গো ক্রসিং এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. মান্নান (৪৫) নামে এক ব্যক্তি প্রায় ৬০ হাজার টাকা খুইয়েছেন। এ সময় অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে মারধর করে পুলিশে দেয় জনগণ।
বুধবার (৮ অক্টোবর) দুপুর দুইটার দিকে ঘটে এই ঘটনা।
ঘটনার সময় উপস্থিত থাকা একজন জানান, গুলিস্তানগামী গাজীপুর পরিবহনে আগে থেকেই উপস্থিত ছিলেন অজ্ঞান পার্টির বেশ কয়েকজন সদস্য। তারা সুকৌশলে ওই ব্যক্তিকে চেতনাশক কিছু খাইয়ে অচেতন করে। এরপর তার কাছে থাকা ৫৯ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। ঘটনা টের পেয়ে গেলে বাসের যাত্রীরা অজ্ঞান পার্টির পাঁচজন সদস্যকে ধরে গণধোলাই দেয়।
ঘটনার পর অচেতন থাকা মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান মো. হামীম নামে একজন পথচারী। পরে বিকেল সাড়ে তিনটার দিকে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন বিভাগের একটি ওয়ার্ডে ভর্তি হন মান্নান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাজিব হোসেন জানান, জনগণ অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে মারধর করে পুলিশে দেয়। তারা হলেন: নুর আলম (৪৫), ওসমান (৪০), রশিদ (৪৭), কামাল (৪৫) বিল্লাল (৪০)। এই পাঁচজনকেও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, মান্নানের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার জাঙ্গালিয়া এলাকায়। তার বাবার নাম দেলোয়ার হোসেন। উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় থাকতেন তিনি।