ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সুপ্রিম কোর্টের বিচারপতির দল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৭:২৭ পিএম
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বুধবার (৮ অক্টোবর) প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরে পৌঁছালে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

পরিদর্শন দলে নেতৃত্ব দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ। তার সঙ্গে ছিলেন গাজীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, মহানগর দায়রা জজ শহরিয়ার কবির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারেকসহ অন্যান্য বিজ্ঞ বিচারকরা।

পরিদর্শন শেষে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরে উপস্থাপনা করেন মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আব্দুর রশীদ ও পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ।