বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও শিল্পায়নের প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এর প্রভাব পড়ছে বড় শহরগুলোতে সবচেয়ে বেশি। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও রয়েছে বায়ুদূষণের শীর্ষ তালিকায়। তবে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে রয়েছে। তবুও মাঝেমধ্যে শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে চলে যায়।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ৪১ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, ১২৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ঢাকা। এ স্কোর অনুযায়ী ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়েছে।
অন্যদিকে, একই সময়ে ১৮১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে মিসরের রাজধানী কায়রো। দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা (১৭৬ স্কোর), তৃতীয় স্থানে ভারতের কলকাতা (১৫৭ স্কোর), চতুর্থ স্থানে কাতারের দোহা (১৫৬ স্কোর) এবং পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (১৫২ স্কোর)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
‘খুব অস্বাস্থ্যকর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের বাতাসে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পবর্জ্য ও খোলা স্থানে বর্জ্য পোড়ানো ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ। সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে রাজধানীর বায়ুমান আবারও বিপজ্জনক অবস্থায় পৌঁছাতে পারে।