ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

মুক্তাগাছায় সম্বন্ধির হাতে বোন জামাই খুন ও যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৭:১৭ পিএম
মুক্তাগাছা থানা। ছবি- সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় সম্বন্ধির হাতে বোন জামাই খুন ও ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৮ অক্টোবর) বিকালে উপজেলার হতরপাড়া গ্রামের ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হয়। এর আগে, মঙ্গলবার মধ্যরাতে মানকোন ইউনিয়নের শ্রীপুরমাইজহাটি গ্রামে সম্বন্ধির হাতে বোন জামাই আহাদ আলী খুনের ঘটনা ঘটে।

নিহত আহাদ আলী উপজেলার শ্রীপুরমাইজহাটি গ্রামের মৃত সায়েদউল্লাহ ছেলে ও হতরপাড়া গ্রামের ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামের ফজলুল হক (৬৫) ও তার ছোট বোন জামাই আহাদ আলী (৬০) একই বাড়িতে বসবাস করতেন। আহাদ আলী প্রায়ই রাতের বেলায় বাড়ি থেকে বের হয়ে এলাকার চায়ের দোকানে গিয়ে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরতেন। ফজলুল হককে রাতে বেলায় বাড়ির গেইট খুলে দিতে হতো। এই গেইট খোলা নিয়ে তাদের মাঝে মনোমালিন্য হতো। 

মঙ্গলবার রাতেও আহাদ আলী অন্যান্য দিনের মতো রাতে খাবার খেয়ে বাড়ির বাইরে যান। আড্ডা শেষে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে গেইট খুলে দিতে বললে ফজলুল হক গেইট খুলেন। পরে এত রাতে ঘুম থেকে উঠে গেইট খোলা নিয়ে দুই জনে বাগ্বিতণ্ডায় জড়ান। 

একপর্যায়ে ফজলুল হক শাবল দিয়ে আহাদ আলীর পেটে পরপর আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আহাদ আলী লুটিয়ে পড়েন। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ আনুমানিক ১৫/২০ দিন আগে কোথাও থেকে হত্যা করে মরদেহ এখানে এনে ফেলে রাখতে পারে। মরদেহের বিভিন্ন অংশ পচে নষ্ট হয়ে গেছে। দেখে অনুমান করা যায়, নিহতের বয়স ২৫ হতে ৩০ হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান।

ওসি আরও বলেন, খবর পেয়ে রাতেই নিহত আহাদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতককে গ্রেপ্তারে পুলিশি তৎপড়তা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।