ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

বাসচালক ও শ্রমিকদের চোখ পরীক্ষায় নামছে মালিক সমিতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৭:১৬ পিএম
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির লোগো। ছবি- সংগৃহীত

গণপরিবহনের চালক ও শ্রমিকদের অনেকেই চোখের বিভিন্ন সমস্যা ভুগছেন। কিন্তু অনেকেই চিকিৎসা নিতে পারছেন না। এ কারণে তাদের চোখ পরিক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

‘ভিশন স্প্রিং বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংস্থার সহযোগীতায় এই কার্যক্রম পরিচালনা করছে মালিক সমিতি। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

এ বিষয়ে মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ বলেন, ‘পরিবহন শ্রমিকরা হলেন পরিবহন খাতের প্রাণ। তারা সুস্থ থাকলে সড়কে শৃঙ্খলা আসবে। তাই তাদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

মালিক সমিতির নেতারা বলছেন, দেশের গণপরিবহনের অনেক চালক ও শ্রমিক চোখের রোগে ভুগছেন। এতে বিভিন্ন সময় সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

আবার এ কারণে চালকরাও মানসিক অসুস্থতায় ভোগেন। তাই দেশব্যাপী পরিবহন শ্রমিকদের চক্ষু পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মালিক সমিতি জানিয়েছে।

পরীক্ষা-নিরিক্ষা শেষে চালক ও শ্রমিকদের বিনা মূল্যে চশমা দেওয়া হবে বলেও মালিক সমিতির নেতারা জানিয়েছেন।

নেতারা বলছেন, ‘চালকদের চোখ ভালো থাকলে রাস্তাও নিরাপদ থাকে।’

এরআগে গত জুলাই মাসে রাজধানীতে বাস-ট্রাক চালকদের জন্য তিন দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কর্মসূচি পরিচালিত হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) উদ্যোগে তেজগাঁও ট্রাক টার্মিনাল, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে কর্মসূচি চলে।

এতে চশমা, রক্তচাপ, ডায়াবেটিস, চোখের গ্লুকোমা ও নাইট ভিশন পরীক্ষাসহ চালকদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

ওই কার্যক্রমে সহযোগীতা করে আহছানিয়া মিশন, ভিশন স্প্রিং, ডাস, আল-নূর হাসপাতাল, বারডেম, রেড ক্রিসেন্টসহ ২০টিরও বেশি সংস্থা।