ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সাবেক এমপি সালাউদ্দিন বাবুর নামে স্লোগান দিয়ে ফ্যাক্টরি দখলের চেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:২১ পিএম
আশুলিয়ার সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবুর নামে বিপ্লবী স্লোগান দিয়ে ফ্যাক্টরি দখলে পায়তারা। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকার অদূরে সাভার আশুলিয়ার সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবুর নামে বিপ্লবী স্লোগান দিয়ে জামগড়া এলাকায় ফ্যাক্টরি দখলে পায়তারার অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই মহড়া দেয়া হয়। এ সময় এলাকাজুড়ে বিভিন্ন ফ্যাক্টরিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানান, হঠাৎ করে এক দেড়শ মোটরসাইকেল নিয়ে জিরাবো থেকে বিশ কিলোমিটার দূরে জামগড়া দি রোজ ফ্যাক্টরির সামনে ডাক্তার সালাউদ্দিন বাবুর নামে জিরাবোর রনি, রান, লিটন ও মামুন চৌধুরী নেতৃত্বে ‘বাবু ভাই বাবু ভাই’ শ্লোগান দিতে থাকে। তারা আরও বলতে থাকে, ‘বাবু ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই’। বিএনপির কোনো ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান ছাড়াই বাবুর নামে শ্লোগান দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি দখলের পায়তারায় এই মহড়া দেয়া হয়, বলে এলাকাবাসি অভিযোগ করেছেন।

মোটরবাইকে আগত অধিকাংশই এলাকার বাইরের বহিরাগত লোকজন, জানান বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরতরা। তাদের দেড় ঘণ্টার শোডাউনে প্রধান সড়কসহ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মোটরসাইকেলে শোডাউন করে বাবু ভাইয়ের নামে শ্লোগান মূলত আশুলিয়া জিরাবোতে জুট ব্যবসাকে দখলে নেওয়ার মহড়া, জানিয়েছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। তিনি বলেন, ‘আজ এই এলাকায় বিএনপির কোনো প্রোগ্রাম ছিল না। ডাক্তার সালাউদ্দিন বাবু এখানে আসার কোনো কথাও ছিল না। তার নাম ভাঙ্গিয়ে যারা শোডাউন করেছে তাদের উদ্দেশ্য ফ্যাক্টরি দখল করা। এতে বাবুর সুনাম শুধু ক্ষুন্ন হয়নি, বিএনপির বড় ধরনের ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে বিএনপির সমর্থনে ধস নামবে।’

জানতে চাওয়ার জন্য ডাক্তার সালাউদ্দিন বাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।