ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয় জনতার ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির আজ তৃতীয় ও শেষ দিন। তবে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় কয়েকজন আন্দোলনকারী সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। ফলে সড়ক অবরোধ সম্ভব হয়নি। পুখুরিয়া, সুয়াদী ও মনসুরাবাদসহ আশপাশের এলাকায় বাজার ও দোকানপাট আংশিকভাবে খোলা রয়েছে, তবে চাপা আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, ‘আমাদের রেলপথ ক্লিয়ার আছে। সকাল থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। খুলনা থেকে নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন ঢাকায় পৌঁছেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনার পথে গেছে।’
ভাঙ্গা থানা পুলিশের ওসি মোহাম্মদ আশরাফ জানান, ‘পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে যাতে পরিস্থিতি শান্ত থাকে এবং জনসাধারণ যেন অতিরিক্ত ভোগান্তির শিকার না হন। পুখুরিয়াতে কিছু মানুষ সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।’
তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আন্দোলনকারী বলেন, ‘এটি আমাদের ন্যায্য আন্দোলন। আমাদের শিকড়ের প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন। কেউ যেন একে রাজনৈতিক রং দিতে না চায়।’
তারা আরও বলেন, ‘আমরা জানি, আন্দোলনে মানুষের ভোগান্তি হয়, কিন্তু ভাঙ্গাকে বাদ দিয়ে দেওয়া মানে আমাদের অস্তিত্ব মুছে ফেলা। প্রশাসন যদি ভাবে আমরা চুপ থাকব, তাহলে বড় ভুল করছে। প্রয়োজনে রাত কাটাব মহাসড়কে। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু অবিচার হলে প্রতিবাদ করবই। আলগী আর হামিরদী ভাঙ্গার ছিল, ভাঙ্গারই থাকবে- এটাই আমাদের শেষ কথা।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামিরদী ও আলগী ইউনিয়নের বিভিন্ন গ্রামে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। অনেকে রাত কাটিয়েছেন আত্মীয়-স্বজনদের বাড়িতে। বিশেষ করে পুলিশের উপস্থিতি এবং সম্ভাব্য ধরপাকড়ের আশঙ্কায় অনেকেই নিজ বাড়িতে না থেকে নিরাপদ আশ্রয় খুঁজেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর জেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয়রা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন