কাপাসিয়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় জনতা ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বাসস্ট্যান্ডে অবরোধ সৃষ্টি করে। এ সময় সড়কে প্রায় ৪০ মিনিট সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে।
উত্তেজিত জনতার হাতে আটক ৪ মাদক কারবারিকে পুলিশে হস্তান্তর করা হয়। কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হকের হস্তক্ষেপ এবং মাদক কারবারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাপাসিয়া বাসস্ট্যান্ড ও ফকির মজনু শাহ সেতুর উত্তর থেকে শ্রীপুর সড়কের নারায়নপুর এলাকা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন মাদক ব্যবসায়ী ও সেবীরা। এর ফলে সড়কে প্রতিনিয়তই ঘটে ছিনতাই এবং চুরির ঘটনা।
স্থানীয়দের দীর্ঘদিনের ক্ষোভের প্রতিক্রিয়ায় বিকেলে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া বাসস্ট্যান্ডে অবরোধ করা হয়। এ সময় উত্তেজিত জনতা স্থানীয় মাদক কারবারি আখি, পাখি, ইমসম হোসেন বাবু ও মুন্না নামে ৪ জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।


