ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মশাল মিছিল এবং মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা তাদের দলীয় কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করেন।
মিছিলটি গোপালগঞ্জ পুলিশ লাইনস মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে টায়ারে আগুন ধরিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করা হয়।
মহাসড়ক অবরোধ করে এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আলামিন শেখ এবং যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন