মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানকোড়া ইউনিয়নের তাড়াবাড়ি এলাকায় বুধবার দুপুরে ইটবোঝাই একটি ট্রাকচাপায় ওমর ফারুক (৩৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় গাড়ীতে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক মো. জালাল হোসেন জানান, দুপুরে তারাবাড়ি এলাকার একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। ইটভাটা থেকে কিছুদুর যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইটবোঝাই ট্রাকচাপায় ফারুক মারা যায়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম জানান, নিহত ফারুকের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :