ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৭:৫৪ পিএম
কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা তুলে দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)’ স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী মো. রিমনের পক্ষে তার বাবা আবুল হোসেন ও মা জমিলা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহছেন উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।

বক্তব্য রাখেন সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহসান শাহীন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক শামীম হোসাইন সোহেল এবং যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার এটিএম রূহুল আমিন বেগ।

উল্লেখ্য, দেশের মাধ্যমিক স্তরের কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পারফরমেন্স বেজড গ্রান্টস’ স্কিমের আওতায় এ ধরনের সম্মাননা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।