ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বেনাপোলে ইতালিয়ান পিস্তলসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১০:১৫ এএম
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে আক্তারুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করে বিজিবি। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

তিনি পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে আক্তারুলের কাছ থেকে একটি ইতালির তৈরি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস-এর ১৬২ আর পিলার হতে প্রায় ৩০০ গজ দূরে পুটখালী গ্রামের আক্তারুল ইসলাম অস্ত্র বিক্রয় করে আসছিলেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘অস্ত্র ও গুলিসহ একজন আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’