যশোর সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে কোটি টাকার পাঁচটি সোনার বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজবাড়ীর সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
বিজিবির ভাষ্যমতে, দুজনের প্যান্টের পকেটে লুকানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়াও তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৭৩০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণ বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন