বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেছেন, সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে ধানের শীষ জয়যুক্ত হবে ইনশাল্লাহ। যশোর-৪ হবে গণমানুষের।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে যশোর-৪ আসনে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একইসঙ্গে এলাকার সকল অবহেলিত রাস্তাঘাট, স্কুল-কলেজ থেকে শুরু করে সকল অবহেলিত এলাকা উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা পালন করবো। তিনি বলেন, তাছাড়া আমি নির্বাচিত হলে সকল ধরনের দুর্নীতি, মাদক, মুক্ত, ও সকল অনিয়মের বিরুদ্ধে লড়াই করবো।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথক পৃথক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ধলগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খয়বার রহমান মোল্লা।
টিএস আইয়ুব বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে সবকিছু প্রতিরোধ করেই এগিয়ে যাচ্ছে বিএনপি।
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের সম্মান এবং মর্যাদার জন্য আলাদাভাবে উদ্যোগ গ্রহণ করা হবে। বেকার সমস্যার সমাধানের জন্য বিশেষ ভূমিকা রাখা হবে। সেই ক্ষেত্রে যশোর-৪ আসনের সকল মানুষ এসব সুবিধা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, এ ছাড়া বিশেষ করে নারী ও পুরুষ যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য ফ্যামিলি কার্ড, ভাতা কার্ড থেকে শুরু করে এসব শ্রেণির মানুষ বিশেষ সুবিধা পাবে এবং অন্যদের ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল বর্তমান ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে। পিআর পদ্ধতির মতো উদ্ভট দাবি তুলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সকল বিভ্রান্তি প্রতিরোধে জনগণ এখন সচেতন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। এজন্য বিএনপি সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে জনগণকে সাথে নিয়েই এগিয়ে যাবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাঘারপাড়া উপজেলা বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই উঠান বৈঠকের আয়োজন করে ধলগ্রাম ইউনিয়ন বিএনপি।
এ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি মিসেস তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান।