ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নাসিরনগরে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:০০ পিএম
নিহত মিন্নত। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মিন্নত আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের দাতমন্ডল গ্রামের পশ্চিম পাশে ফসলের জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিন্নত আলী ওই গ্রামের উত্তর পাড়ার মো. মুসখেত আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিন্নত আলী গত রোববার (২১ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। পরে আশপাশে খোঁজাখুঁজি, মাইকিং, আত্মীয়স্বজনদের বাড়ি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েও তাকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার সকালে তার মরদেহ নিজ জমি থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত মিন্নতের ছেলে জুয়েল বলেন, ‘আজ সকালে আমাদের জমিতে ওষুধ দিতে যাই। জমিতে ওষুধ দেওয়া শেষ হলে আরেকটি জমিতে যাই। পরে জমিতে দেখতে পাই কঙ্কাল পড়ে আছে। কাছে গিয়ে দেখি সেটি আমার বাবার দেহাবশেষ। লুঙ্গি দেখে আমি চিনতে পেরেছি। আমার বাবা হার্টের রোগী ছিলেন।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর মিন্নত আলী নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তার পরিবার থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পাঁচ দিন পর আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিন্নত আলীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’