ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নীলফামারী প্রেসক্লাবের লাইব্রেরি উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৭:২৮ পিএম
লাইব্রেরির উদ্বোধন। ছবি- রূপালী বাংলাদেশ

নীলফামারী প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাব লাইব্রেরির উদ্বোধন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম (এনডিসি)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে লাইব্রেরির উদ্বোধন করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান।

নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহ, সুভাষ বিশ্বাস, দপ্তর সম্পাদক এম. আর. রাজু, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক এম. আবুল হোসেন শাহ, নির্বাহী সদস্য তৈয়ব আলী সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, ‘বই জ্ঞানের উৎস। আমাদের প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা বই পড়া উচিত, কারণ একটি লাইব্রেরি জ্ঞানচর্চার কারখানার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

প্রেসক্লাবের লাইব্রেরি স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, ‘শিক্ষার কোনো শেষ নেই। লাইব্রেরিতে যেসব সহযোগিতা প্রয়োজন হবে, জেলা প্রশাসন তা করবে।’