ফেসবুক ব্যবহারকারীদের জন্য আবারও বড় সুখবর। এতদিন শুধুমাত্র নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে মনিটাইজেশন সুবিধা পাওয়া যেত। তবে এবার ফলোয়ার না থাকলেও নতুনরা ফেসবুক থেকে আয়ের সুযোগ পাবেন। এ কারণে শুধুমাত্র একটি শর্ত মানতে হবে। আর সেটি হলো- আপনাকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উপস্থিতি প্রমাণ করতে হবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্মাতাদের শুরুটা কঠিন হতে পারে। এজন্য যারা অন্য প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে কনটেন্ট তৈরি করছেন, তারা ফেসবুকেও মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কারও ইউটিউব চ্যানেল, টিকটক একাউন্ট বা অন্য কোনো সামাজিকমাধ্যমে সক্রিয় উপস্থিতি থাকে এবং নিয়মিত ভিডিও আপলোড করেন, তবে সেই লিংক শেয়ার করে ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন জানাতে হবে।
আবেদন করার নিয়ম
প্রথমত, আপনি অন্য সোশ্যাল মিডিয়ার (YouTube, TikTok ইত্যাদি) লিংক কপি করবেন। এরপর ফেসবুকে গিয়ে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। সেখানে (Monetization→ I’m interested) অপশনে গিয়ে নির্ধারিত ফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের তথ্য ও সোশ্যাল মিডিয়ার লিংক জমা দেবেন।
এরপরেই ফেসবুক আপনার আবেদন রিভিউ করবে। এতে কয়েক ঘণ্টা অথবা কয়েকদিন লাগতে পারে। ফেসবুক আপনাকে উপযুক্ত মনে করলেই মনিটাইজেশনের সুযোগ দিয়ে দেবে।
এতে ফলোয়ার কম বা না থাকলেও সমস্যা হবে না। নতুন প্রোফাইল বা পেজ থেকেও আবেদন করা যাবে। নিয়মিত ও মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারলেই মনিটাইজেশন অনুমোদনের সম্ভাবনা বাড়বে।
ফেসবুক জানিয়েছে, তারা নতুনদের পাশে থাকবে এ কারণে মনিটাইজেশন পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করে দিয়েছে।
ফলে, যারা ভিডিও নির্মাণে আগ্রহী এবং ইতিমধ্যেই অন্য কোনো প্ল্যাটফর্মে সক্রিয়, তারা ফেসবুকের এই নতুন সুযোগ কাজে লাগিয়ে অনলাইনে মাসে লাখ টাকা আয় করতে পারেন।