যশোর সদর উপজেলার কাশিমপুরের দৌলতদিহিতে অভিযান চালিয়ে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান পিস্তলটি উদ্ধার করে। এসময় অস্ত্রের মালিক শাকিল হোসেন পালিয়ে যায়। তিনি (শাকিল) দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম দৌলততিহি গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার রান্নাঘরে পুঁতে রাখা পিস্তলটি উদ্ধার করা হলে অস্ত্রের মালিক শাকিল পালিয়ে যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। শাকিলকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
এদিকে, শাকিলের মা সখিনা বেগম জানান, ৭/৮ দিন আগে শাকিল পিস্তলটি রান্না ঘরে পুঁতে রাখে। তখন ভয়ে কাউকে কিছু বলা হয়নি। শাকিল নানা অপরাধের সাথে জড়িত বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন