ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। গত শুক্রবার বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ডামি রাইফেল উদ্ধার করা হয়।
গতকাল শনিবার ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। ডিসি জানান, গতকাল দুপুরে আনুমানিক ১টা ৫০ মিনিটে পুলিশের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিছু ব্যক্তি তুরাগ থানাধীন খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘিœত করার চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা পালিয়ে যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন