তারকা কণ্ঠশিল্পী মিলা ইসলাম। এই পপতারকার সুরের সফর এবার পাড়ি দিচ্ছে দক্ষিণ কোরিয়ায়। কানাডার পর আজ তিনি অংশ নিচ্ছেন কোরিয়ার ২০তম ‘মাইগ্রান্ট আরিরাং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল’-এ। কোরিয়ার চাংওন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইয়ংজি কালচারাল পার্কের মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হয়ে গান শোনাবেন তিনি। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।
উৎসবে বাংলাদেশি সংস্কৃতি ও বাংলা সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরতে পারা তার কাছে এক বড় গর্বের মুহূর্ত। মঞ্চে তার সঙ্গে থাকবেন ব্যান্ডের সদস্য এনায়েত (বেস গিটার), ম্যালকম (লিড গিটার), কাকন (কীবোর্ড) এবং নাঈম (ড্রামস)।
অনেকটা সময় আড়ালে থাকার পর নতুন উদ্যমে আবারও গানের ভুবনে ফিরেছেন মিলা ইসলাম। সম্প্রতি ‘ইনসাফ’ সিনেমায় তার প্লেব্যাক শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি তার গাওয়া জনপ্রিয় গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ এখনো শ্রোতাদের মুখে মুখে। ফলে দেশ-বিদেশের স্টেজ শো, নতুন গান রেকর্ডিং আর আয়োজন নিয়ে দিন কাটছে ব্যস্ততায়।
গানের জগতে দুই দশক পূর্ণ করতে যাচ্ছেন এই তারকা শিল্পী। দীর্ঘ এ পথচলা প্রসঙ্গে মিলা বলেন, ‘অনেকে বলে ২০ বছরÑ দীর্ঘ সময়। কিন্তু আমার মনে হয়, আমি এখনো শুরুতেই আছি। কারণ, এখনো অনেক কিছু দেওয়া বাকি। অনেক মঞ্চ, অনেক গান, অনেক শ্রোতা অপেক্ষা করছে। মাঝে মাঝে মনে হয়, সত্যিই কি ২০ বছর কেটে গেল? অথচ মনে হয়, মাত্র কিছু দিন আগেই শুরু করলাম। শ্রোতার হাসিমুখ, তাদের উচ্ছ্বাস; আর মঞ্চে আমার নাম ধরে ডাক, এগুলো আমাকে প্রতিনিয়ত নতুন করে বাঁচায়, নতুন করে গান গাইতে অনুপ্রাণিত করে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন