রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৫১ এএম

প্রেম চর্চায় ববি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৫১ এএম

প্রেম চর্চায় ববি

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি ছুটি কাটিয়ে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেন বিএফডিসিতে। যদিও দীর্ঘদিন আলোচনায় নেই এই নায়িকা। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তার অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি ব্যবসায়িকভাবে থুবড়ে পড়ে। সেসময় পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় ছিলেন। এরপর থেকে অনেকটাই নীরবে ছিলেন তিনি।

বহুদিন ভালো সিনেমার খবরে নেই ববি, ছিলেন না ব্যক্তিগত খবরেও। অবশেষে খবরে এলেন এই নায়িকা। সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম হলেন তিনি। ফাঁস হয়েছে প্রযোজকের সঙ্গে প্রেমের খবর। সঙ্গে অডিও ফাঁস! মজার তথ্য, সাম্প্রতিক ট্রেন্ড ধরে নায়িকা এই অডিওকে এআই বলার চেষ্টা করেননি। বরং বলেছেন, ‘জোড়াতালি’!

বলা দরকার, প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যে আরেক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে নায়িকার প্রেম ও আলাপচারিতার অডিও ফাঁস হয়েছে। অডিও শুনে এটুকু স্পষ্ট, ববি ও বাশার প্রেমের সম্পর্কে হাবুডুবু খাচ্ছেন। যদিও এই অডিও সম্পর্কের মধ্যে বেশকিছু অভিযোগ এনেছেন ববি। বাশারকেও প্রেমিকার সঙ্গে কথা-কাটাকাটি করতে দেখা গেছে। ফাঁস হওয়া অডিওতে নায়িকা একাধিকবার বাশারকে ‘মন থেকে ভালোবাসেন’ বলে দাবি করেছেন।

ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে নায়িকা দাবি করেছেন, এসব আলাপচারিতা সাম্প্রতিক নয়। অন্তত দুই তিন বছর আগের। এমনকি অডিওটি বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে বানানো হয়েছে।

ববির বয়ানে, ‘কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছেন। এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। লক্ষ্য করবেন, এক কথার সঙ্গে আরেকটার মিল নেই। তবে অডিও শুনে মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’

কিন্তু কে ববির জীবনে অহেতুক ঝামেলা তৈরি করার চেষ্টা করছে? জবাব মেলেনি ববির কণ্ঠে। তবে কি প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের দিকেই ববির আঙুল উঠছে! এর আগে পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে ববির প্রেমের গুঞ্জন শোনা যায়। বর্তমানে তাদের মধ্যে পাহাড়সম দূরত্ব।

বর্তমানে ববি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে কে এ নিলয় পরিচালিত সিনেমা ‘বউ’। নির্মাণাধীন তার ‘তছনছ’ নামের একটি সিনেমা। এ ছাড়াও কয়েকটি সিনেমা হাতে রয়েছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!