রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৫৩ এএম

অতি ভক্তি নেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:৫৩ এএম

অতি ভক্তি নেই

মাঝে আচমকাই রটে গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে নাকি প্রেম করছেন ইশা সাহা। যদিও এই জল্পনা যে নিছক গুঞ্জন এবং গুজব বই কিছুই নয় সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়েছে। কিন্তু তাও অভিনেতা-অভিনেত্রীদের জীবনে কী ঘটল না ঘটল সেটা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। ব্যতিক্রম নন ইশাও। নায়িকার কবে, কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন; তা নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার সবটা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে ইশা বলেন, ‘আমি ভগবানে বিশ্বাস করি। কিন্তু তা নিয়ে বাড়াবাড়ি করি না। আমার অতি ভক্তি নেই। বিয়েটা নিয়েও তাই। বিয়েতে অবশ্যই বিশ্বাস করি। কিন্তু ঠিক মানুষের সঙ্গে বিয়ে হলে তবেই বিয়েটা টিকবে বলে আমার ধারণা। জানি না এখন চারদিকে এত কিছু হচ্ছে। বিয়ে নিয়ে খুব একটা ভাবছি না। আমার মনে হয় বিয়ে ছাড়াই খুব ভালো আছি। আমিও খুব আনন্দ পেয়েছি। আমি একেবারেই বিয়ে করতে চাই না। হয়তো কখন করতে হতে পারে। তা আমি জানি না। নাও করতে হতে পারে। কারণ আমাকে কেউ এখনো জোর করেনি। আর জোর করলেও আমি খুব একটা শুনি না।’

তবে এই জোর না করার ক্ষেত্রে বাড়িরও একটা বড় অবদান আছে। এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এই কারণের বলে আর্থিক দিক থেকে মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত। আমাকে জোর করা হয়নি তা কিন্তু নয়। আমি যখন স্নাতক হই, তখন কিন্তু আত্মীয়রা এসেছিলেন বিয়ের সমন্ধ নিয়ে। কিন্তু ভাগ্যক্রমে সেই সময় আমি আবার আইন নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। পড়াশোনার সময় কেউ কিছু বলছে না। যখন পড়াটা বন্ধ হচ্ছে তখন এই কথা। আর পড়াশোনা শেষ করে আমি যখন কোটে জয়েন করি তারপর আমার কাছে এই অফার আসে। তারপর আমি কাজ শুরু করে দিই। যখন একবার আমি কাজ শুরু করে দিই তখন আমি আর্থিকভাবে নিজের ওপরই নির্ভরশীল হয়ে গেলাম। বাবা-মাও বুঝতে পারলেন। এখন আত্মীয়রা আর আসেন না।’

রূপালী বাংলাদেশ

Link copied!