রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৩:০৪ এএম

ইসলামি ব্যাংকগুলোর আমানত বেড়েছে ৪৮৫০ কোটি টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৩:০৪ এএম

ইসলামি ব্যাংকগুলোর আমানত বেড়েছে ৪৮৫০ কোটি টাকা

দেশের ব্যাংক খাত নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও ইসলামি ব্যাংকগুলোর আমানত বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে শরিয়াহভিত্তিক ১০টি ইসলামি ব্যাংকের আমানত বেড়েছে ৪ হাজার ৮৫০ কোটি টাকা। তথ্য অনুযায়ী, জুলাই মাস শেষে এসব ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৩৭ কোটি টাকা। আগস্ট শেষে তা বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৯৮ হাজার ৭৮৭ কোটি টাকায়। অর্থাৎ এক মাসে আমানত বেড়েছে ১ দশমিক ২৩ শতাংশ।

অন্যদিকে, গত বছরের একই সময় অর্থাৎ ২০২৪ সালের আগস্ট মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানত ছিল ৩ লাখ ৮৭ হাজার ৮৯২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে এসব ব্যাংকের আমানত বেড়েছে ১০ হাজার ৮৯৫ কোটি টাকা বা ৭ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে প্রবাসী আয়, রপ্তানি আয় ও আমদানি বিল পরিশোধে কিছুটা নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের জুলাই মাসে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছিল ৬৬ কোটি ডলার। আগস্টে তা কমে দাঁড়ায় ৬০ কোটি ডলারে, এক মাসে প্রবাসী আয় কমেছে ৬ কোটি ডলার। একই সময়ে ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি বিল পরিশোধও কমেছে ২৮ কোটি ডলার বা ২৮ দশমিক ৫৫ শতাংশ। জুলাইয়ে ইসলামি ব্যাংকগুলো ৯৮ কোটি ডলারের আমদানি বিল পরিশোধ করলেও আগস্টে তা দাঁড়ায় ৭০ কোটি ডলারে। এ ছাড়া রপ্তানি আয়ের ক্ষেত্রেও কিছুটা পতন হয়েছে। জুলাই মাসে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় এসেছিল ৬৭ কোটি ডলার, যা আগস্টে কমে দাঁড়িয়েছে ৬৫ কোটি ডলারে। অর্থাৎ রপ্তানি আয় কমেছে ২ কোটি ডলার বা ২ দশমিক শূন্য ৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক ব্যাংক খাতে চাপ থাকলেও ইসলামি ব্যাংকগুলোর আমানত বৃদ্ধিকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। তবে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের নি¤œগতি ভবিষ্যতে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!