রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১২:৪৮ এএম

মতবিনিময় সভায় বক্তারা

নদী দখলকারীদের ভোটে অযোগ্য করতে হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১২:৪৮ এএম

নদী দখলকারীদের ভোটে  অযোগ্য করতে হবে

সারা দেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধারে তরী বাংলাদেশ ‘তিতাস থেকে বুড়িগঙ্গা’ অভিযাত্রা শেষে ঢাকায় নদী সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছে। গত শুক্রবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর নতুন টার্মিনাল ভবনে লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ মতবিনিময় সভায় অংশ নেন।

তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, ‘আমাদের দেশে ২৪ হাজার কিলোমিটার দীর্ঘ নৌপথ ছিল। কিন্তু এখন বর্তমানে ৬ হাজার কিলোমিটার আছে। বাকি ১৮ হাজার কোথায় গেল? নৌপথ পুনরুদ্ধার এবং নদীর দখল-দূষণ প্রতিরোধে সরকারসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘একজন ঋণখেলাপি যদি নির্বাচনে অযোগ্য হয়, সে ক্ষেত্রে নদী দখল-দূষণকারী কেন অযোগ্য হবে না? নদী রক্ষা কমিশনের সুপারিশ ছিল নদী দখলকারী নির্বাচনে যোগ্য বিবেচিত হবে না। এটা কার্যকর করা দরকার।

সম্পাদক ও বহুমাত্রিক লেখক মুস্তাফিজ শফি বলেন, ‘ঐতিহাসিকভাবে দেশের সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে নদীকে কেন্দ্র করে। কিন্তু আজ আমাদের নদীগুলো ভালো নেই। নদী দখল-দূষণকারীরা যেন ক্ষমতার মসনদে বসতে না পারে সে জন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

নদীভিত্তিক সংগঠন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন  বলেন, ‘নদী ভালো থাকলে নদীকে আমরা বহুমাত্রিক ব্যবহারে নিতে পারি, এটা তরী বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। এ জন্য নদীকে কীভাবে ভালো রাখা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে। অতীতে দেশের স্বীকৃত নৌপথ ২৪ হাজার কিলোমিটার বলা হলেও এর বাইরে সারা দেশে আরও অনেক নৌপথ রয়েছে, যা হিসাবে আসেনি। দীর্ঘ এই নৌপথ উদ্ধার ও সচল করার জন্য আমাদের উদ্যোগী হতে হবে।’

‘সেন্টার ফর ল’ এন্ড পলিসি অ্যাফেয়ার্স’-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, ‘যারা নদীকে দখল ও দূষণ করছেন, তারা সরাসরি অপরাধ সংঘটিত করছেন। এমন ব্যক্তিদের নাম ও ছবি জনসম্মুখে টাঙিয়ে রাখতে হবে এবং আইনগত পদক্ষেপ নিতে হবে।’

তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশের নদী, খাল, পুকুর এবং জলাশয় দখল-দূষণের বিরুদ্ধে কাজ করে আসছে। সংগঠনটি ‘তিতাস থেকে বুড়িগঙ্গা’ নৌপথ অভিযাত্রার মাধ্যমে সারা দেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধারের পাশাপাশি নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ, নদীর সঙ্গে খালের সংযোগ নিশ্চিতকরণ, পণ্য ও যাত্রী পরিবহনের নৌপথের গুরুত্ব বাড়ানো, নৌনিরাপত্তা নিশ্চিতকরণ প্রভৃতি দাবি জানিয়েছে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, নদীভিত্তিক সংগঠন ‘আমরা দুর্বার’-এর সভাপতি এ সালাম, পরিবেশ আন্দোলন মঞ্চ-এর সাধারণ সম্পাদক জি এম রুস্তম খান, তরী বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি, সোহেল রানা ভূঁইয়া, সুশান্ত পাল, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, নদী ও পরিবেশকর্মী এফ এইচ সবুজসহ নদী ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীরা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!